•   Tuesday, 22 Oct, 2024

আইফোন প্রস্তুতকারী কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু চীনে

Generic placeholder image
  Johan

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রয়ত্ত ইংরেজি দৈনিক দ্য গ্লোবাল টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হেনান ও হুবেই প্রদেশে কারখানা স্থাপনের জন্য জমি অধিগ্রহণের সময় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করা এবং জমি ব্যবহার বাবদ নিয়মিত কর পরিশোধ না করা বিষয়ক একটি অভিযোগ এসেছে ফক্সকোনোর বিরুদ্ধে এবং ইতোমধ্যে বেইজিংয়ের প্রাকৃতিক সম্পদ বিভাগ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

ফক্সকোন অবশ্য এ ব্যাপারে বেইজিংকে সব রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। চীনে ‘হোন হাই ’নামে পরিচিত এই কোম্পানির কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে বলেছে, ‘রোববার এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিশ্বের অনেক দেশে আমাদের কোম্পানির কারখানা রয়েছে এবং প্রত্যেক দেশের আইন ও বিধিবিধানকে সম্মান জানানো হোন হাই’র অন্যতম মূল নীতি।’

Comment As:

Comment (0)