•   Wednesday, 15 Jan, 2025

গাজায় ইতিহাসের ঘৃণ্যতম মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে ইসরাইল

Generic placeholder image
  Johan

সোমবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ফিলিস্তিনের গণহত্যা বন্ধ কর, জায়নবাদী ইসরাইল নিপাত যাক’ শীর্ষক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ বক্তারা এসব কথা বলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় জায়নবাদী ইসরাইলিদের নির্বিচার হত্যাযজ্ঞ একটি চরম মানবতাবিরোধী অপরাধ। আমরা অনতিবিলম্বে এ গণহত্যা বন্ধের জোর দাবি জানাচ্ছি। ইসরাইলি হানাদার বাহিনী অবরুদ্ধ গাজায় পানি, বিদ্যুৎ, খাদ্য, তেল, গ্যাস, ওষুধ সামগ্রীর সরবরাহ বন্ধ করে ইতিহাসের ঘৃণ্যতম মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। 

বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন বাংলাদেশ কমিটির সমন্বয়ক বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আজাদ। সঞ্চালনা করেন শ্রমিক নেতা বাদল খান।  

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট সভাপতি আব্দুল কাদের হাওলাদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, জাতীয় শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী সভাপতি কামরুল আহসান, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ডা. ওয়াজেদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় শ্রমিক জোটের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক নুরুল আমিন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, সাধারণ সসম্পাদক নাইমুল আহসান জুয়েল প্রমুখ নেতারা।

Comment As:

Comment (0)