•   Wednesday, 15 Jan, 2025

গাজায় স্থল অভিযানের সময় হামাসের হামলায় ইসরায়েলি সেনা নিহত

Generic placeholder image
  Johan

এছাড়া গাজা উপত্যকার ভেতর প্রবেশ করা ইসরায়েলি সৈন্যদের ওপর আকস্মিক হামলা চালিয়ে তাদের ইসরায়েলে ফেরত পাঠিয়ে দেওয়ারও দাবি করেছে হামাস। সোমবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর গাজা উপত্যকায় অভিযানের সময় হামাসের নিক্ষেপ করা ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের একজন সেনা নিহত হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। 

রোববারের এই ঘটনায় আহত হয়েছে ইসরায়েলের আরও তিন সেনাসদস্য। অন্যদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস তার টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেছে, গাজা উপত্যকার ভেতর প্রবেশ করা ইসরায়েলি সৈন্যদের ওপর আকস্মিক হামলা চালিয়ে ইসরায়েলে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে, একজন মাঝারিভাবে আহত হয়েছে এবং অন্য দুজন হালকা আহত হয়েছে। সামরিক বাহিনী বলেছে, রোববারের এই অভিযানের উদ্দেশ্য ছিল গাজার খান ইউনিস এলাকায় হামাসের হাতে থাকা বন্দিদের অবস্থান শনাক্ত করা এবং ‘সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা’। 

আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী গাজা সীমান্তজুড়ে অভিযান চালাচ্ছে। তারা বলছে, এই এলাকাটি হুমকিমুক্ত করা এবং হামাসের হাতে থাকা বন্দিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করাই এই অভিযানের লক্ষ্য।

গাজায় খান ইউনিস থেকে আল জাজিরার তারেক আবু আজউম জানিয়েছেন, এসব অভিযান হামাসকে ইসরায়েলের দীর্ঘ সময়ের স্থল আক্রমণের জন্য প্রস্তুত হতে বাধ্য করছে। তিনি বলছেন, ‘গাজা উপত্যকায় ঢোকার এই ধরনের ইসরায়েলি প্রচেষ্টা (ফিলিস্তিনি যোদ্ধারা) মোকাবিলা করছেন। এসব যোদ্ধারা অবরুদ্ধ ভূখণ্ডের অভ্যন্তরে যেকোনও সম্ভাব্য আসন্ন স্থল আক্রমণ মোকাবিলা করার জন্য যথেষ্ট প্রস্তুত হওয়ার চেষ্টা করছে।’

তিনি আরও বলেছেন, গাজা ভূখণ্ডের বাস্তবিক পরিস্থিতি ‘সত্যিই নাটকীয়’ এবং অবরুদ্ধ এই উপত্যকার ভেতরে নিরাপত্তা পরিস্থিতি ‘অননুমেয়’।

অন্যদিকে অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার মোহাম্মদ জামজুম বলেছেন, গাজায় প্রবেশের সময় হামাসের হামলায় সৈন্যের নিহত হওয়ার এই ঘটনাটি এমন কিছু যা ইসরায়েলি সেনাবাহিনী ‘খুব গুরুত্ব সহকারে’ নিবে।

Comment As:

Comment (0)