•   Wednesday, 15 Jan, 2025

প্রেমিককে প্রকাশ্যে আনলে বদনজর লেগে যায়

Generic placeholder image
  Johan

মূলত অনুরাগীরা তাকে ঘিরে ধরলে তাদের সঙ্গে হাসিমুখেই কথা বলেন। তাদের সঙ্গে ছুবি তোলা থেকে শুরু করে সব আবদার পূরণ করে ধৈর্য ধরে। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, অনুরাগীর ওপর বেশ চটে গেছেন অরিজিৎ। কেন?  তবে প্রেমিককে প্রকাশ্যে আনতে রাজি নন লিয়ানা। এ বিষয়ে তার ভাষ্য, প্রেমিককে সামনে আনলে ভক্তদের ভালোবাসা কমে যায়। আমাকে যে ভক্ত পছন্দ করে, সে কিন্তু তার ড্রিমগার্ল হিসেবেই পছন্দ করে। তো যখন আমার বয়ফ্রেন্ডকে সামনে আনব, তখন তার প্রতি অনেকেরই ঘৃণা কাজ করবে। নানাভাবে তাকে হ্যারেজ করতে থাকবে। এমনকি মানুষের বদনজর লেগে যায়। কারণ কিছু মানুষ থাকে যারা রিলেশনশিপ ভাঙার জন্য কাপলদের মধ্যে নেগেটিভ কথা ছড়ায়। এ কারণে সম্পর্ক ভেঙে যায়।’ 

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝখান দিয়ে বাইকে চড়ে অরিজিতের গাড়ি ধাওয়া করছেন কয়েকজন অনুরাগী। তাদের লক্ষ্য, গায়কের সঙ্গে ছবি তোলা। ধাওয়া করতে করতে অরিজিতের গাড়িকে ধরেও ফেললেন তারা। গাড়িতে সামনের দিকে চালকের পাশের আসনে বসেছিলেন অরিজিৎ। অনুরাগীরা গাড়ির কাচে এসে টোকা মারতে জানলার কাচও নামান তিনি। তার পরেই অরিজিতের প্রথম প্রশ্ন, ‘কত বার হর্ন বাজিয়েছ জানো? কাকে এভাবে বিরক্ত করছ? আমাকে না অন্য লোককে? আমার সঙ্গে দেখা করার ইচ্ছা বলে তুমি অন্যদের ওপর এভাবে অত্যাচার করছ?’ অরিজিতের প্রশ্নের মুখে প্রায় নিরুত্তর ছিলেন অনুরাগীরা।

তবে রেগে গেলেও অনুরাগীদের ফিরিয়ে দেননি অরিজিৎ। গায়কের সঙ্গে ছবি তোলার ইচ্ছা ছিল তাদের। অরিজিৎ তাদের বলেন, ‘ছবি তুলবে তো? ছবি তোলার জন্যই তো এত কিছু করা! ছবি তোলো। কিন্তু এভাবে হর্ন বাজাবে না।’ এই ভিডিও ভাইরাল হতেই অরিজিতের শাসনের প্রশংসা করেছেন অনেকেই।

Comment As:

Comment (0)