ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ডি-৮কে যৌথ ঘোষণা গ্রহণের আহ্বান
Johan
রোববার (২২ অক্টোবর) ঢাকায় ডি-৮ কমিশনের ৪৭তম অধিবেশনের দুই দিনব্যাপী বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্রসচিব ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার এবং ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেন। ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা গাজায় নিরপরাধ বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ নৃশংসতার নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে গাজায় সহিংসতা বন্ধ করার এবং নিরীহ বেসামরিকদের জীবন বাঁচানোর জন্য সংঘাতপূর্ণ এলাকায় মানবিক প্রবেশাধিকার প্রদানের আহ্বান জানান।