•   Wednesday, 15 Jan, 2025

২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল নেপাল

Generic placeholder image
  Johan

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি বলেছে, নেপালের স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিট ১৭ সেকেন্ডের সময় দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৫ কিলোমিটার।  নেপালের আঘাত হানা প্রথম ভূমিকম্প সম্পর্কে মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ভারতের ভূমিকম্প কেন্দ্র বলেছিল, ‘৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয় ২২ অক্টোবর ২০২৩, ভারতীয় সময় সকাল ৭টা ২৪ মিনিট ২০ সেকেন্ডে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, রিখটার স্কেলে সকালে আঘাত হানা  একদিনে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও এখন পর্যন্ত নেপালে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ৭ অক্টোবর ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপেছিল নেপাল। দেশটিতে সর্বশেষ বড় ও বিপর্যয়কারী ভূমিকম্প আঘাত হেনেছিল ২০১৫ সালে। সে বছর দেশটিতে ভূমিকম্পে ৮ হাজার ৯৬৪ জনের মৃত্যু হয়েছিল। ওই ভূমিকম্পের আঘাতে আহত হয়েছিলেন ২৫ হাজারের বেশি মানুষ। এছাড়া দেশটির প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়েছিল। গত কয়েকদিন ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঘন ঘন ভূমিকম্প সংঘটিত হচ্ছে। এ মাসের মাঝামাঝি সময়ে আফগানিস্তানে আঘাত হানা একটি ভূমিকম্পে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

Comment As:

Comment (0)