অনিয়ম ও দুর্নীতি দুদকের ৪ অভিযান
Johan
রোববার (২২ অক্টোবর) দুদকের চট্টগ্রাম, রংপুর, নোয়াখালী ও নওগাঁ অফিসের এনফোর্সমেন্ট ইউনিট থেকে ৪টি পৃথক অভিযান পরিচালনা করে অধিকাংশ অভিযোগেরই প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে সোমবার (২৩ অক্টোবর) দুদকের জনসংযোগ দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।
দুদক জানায়, বিজয় এক্সপ্রেস ট্রেনসহ চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনে অনিমের বিষয়ে দুদকের চট্টগ্রাম-১ অফিস থেকে অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম দেখতে পায়, বিজয় ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে প্রায় দেড় ঘণ্টা দেরিতে ছেড়ে যায়। ক্যাটারিংয়ের বেয়ারারা পরোক্ষভাবে খাবার বগি, নামাযের কক্ষে টিকিটবিহীন যাত্রী বসিয়ে টাকা আদায় করা, খাবারের মূল্য তালিকা না পাওয়া, রেলওয়ে পুলিশ সদস্য ও অ্যাটেনডেন্টদের টাকার বিনিময়ে টিকিটবিহীন যাত্রী নেওয়ার প্রমাণ পাওয়া যায়।