•   Wednesday, 23 Oct, 2024

এক ফোনের কাছে আরেকটি নিয়েই আইফোনে নেওয়া যাবে নাম্বার

Generic placeholder image
  Johan

তবে আইফোন ব্যবহারকারীদের এখন আর এসব ঝামেলা পোহাতে হয় না। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের আইফোন হ্যান্ডসেটে এমন একটি ফিচার যুক্ত করেছে— যেটির মাধ্যমে একটি ফোন অপর একটি ফোনের কাছে নিলেই নাম্বার আদান-প্রদান করা যাবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, ন্যামড্রপ নামের এ ফিচারটি সবার জন্য উন্মুক্ত হয় যখন গত মাসে। সেপ্টেম্বরে আইফোন আইওএস ১৭-এর যাত্রা শুরু করে। 

এরপর একটির উপর আরেকটি ফোন ধরতে হবে (ছবিতে যেভাবে দেখানো আছে)।

তিন সেকেন্ড অপেক্ষা করতে হবে এরপর ফিচারটি ফোনের পর্দায় ভেসে উঠবে।

আপনি তখন ‘রিসিভ অনলি’ বা ‘শেয়ারে’ ক্লিক করবেন। অথবা তীর চিহ্নতে ক্লিক করে আপনি ঠিক করে নিতে পারবেন কি ধরনের তথ্য আদান-প্রদান করতে চান।

একে-অপরের তথ্য পেতে হলে উভয়কেই ‘শেয়ার’ অপশনে ক্লিক করতে হবে।

যদি শুধুমাত্র একজন নাম্বারটি নিতে চান তাহলে তাকে ‘রিসিভ অনলিতে’ ক্লিক করতে হবে। অপর ব্যবহারকারীকে ‘শেয়ার’ অপশনে ক্লিক করতে হবে।

তবে এই পর্যায়ে গিয়ে যদি মনে করেন নাম্বার নেওয়ার প্রয়োজন নেই তখনও সেখান থেকে বের হয়ে যাওয়া যাবে।

নাম্বার পাওয়ার পর যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে শুধুমাত্র ‘ডানে’ ক্লিক করলেই হবে

Comment As:

Comment (0)