•   Tuesday, 22 Oct, 2024

কৃষি মার্কেটের আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে বসেছেন মেয়র

Generic placeholder image
  Johan

সোমবার (২৩ অক্টোবর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন শেষে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেন তিনি।

বাজার কমিটির সদস্য ওয়াহিদ আলী মেয়রের উদ্দেশে বলেন, আমরা আপনার সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। আজ আপনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কি উদ্যোগ  আমাদের জন্য নেবেন, তা জানাবেন। তবে আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে মার্কেটে ব্যবসায়ীক পরিবেশ সৃষ্টি করে দেবেন। পূর্বের ন্যায়ে যেভাবে ছিল দোকানগুলো, সেভাবেই ঠিক করে দেবেন। আমরা আজ সব হারিয়েছি। আগের মতো ব্যবসা শুরু করতে চাই, যার যেখানে দোকান ছিল, তারা সেখানেই দোকান বরাদ্দ চাই।

ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনের সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আতিকুল ইসলাম বলেন, আমরা সবাই বসে সবার পরামর্শ ও মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেব। আমরা চাই কোনো ব্যবসায়ীই যেন ক্ষতিগ্রস্ত না হয়।

ডিএনসিসির স্থানীয় ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সলিমুল্লাহ সলুর সভাপতিত্বে ক্ষতিগ্রস্ত মার্কেট কমিটির সদস্য, ব্যবসায়ীরা ছাড়াও আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।

Comment As:

Comment (0)