খালেদা জিয়ার কিছু হলে দেশে আগুন জ্বলবে : টুকু
তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না। তাই দেশনেত্রী কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে। ষড়যন্ত্রকারীর কারও পিঠের চামড়া থাকবে না।
সোমবার (১৬ অক্টোবর) বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সরকার পতনের দাবিতে যুবদল আয়োজিত যুব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবদল সভাপতি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে যুবদল অনেক শক্তিশালী। তার নেতৃত্বে এই সরকার পতনের আন্দোলনে আমরা রাজপথে থাকব। দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। যেসব ভাইয়েরা ভোট দিতে পারেনি তাদের ভোটের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত যুবদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে থাকবে।
যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।