•   Wednesday, 15 Jan, 2025

উন্নয়নের স্বার্থে বঙ্গবন্ধু কন্যাকে আবারও ক্ষমতায় আনতে হবে

Generic placeholder image
  Johan

রোববার (২২ অক্টোবর) কুমিল্লার তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুর শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপাচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে। সম্প্রীতির এই ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই। 

তিতাস জনগণের কাছে নৌকায় ভোট চেয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে জাতীয় উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেবেন।

এসময় আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মজিবুর রহমান মুন্সী, তিতাস উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সূত্রধর, সাধারণ সম্পাদক ডা. লনী চন্দ্র দেবনাথ।

Comment As:

Comment (0)