•   Wednesday, 15 Jan, 2025

জমে উঠেছে কোহলি-রোহিতের লড়াই

Generic placeholder image
  Johan

এখন পর্যন্ত বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলেছে ভারত। রোহিত পাঁচ ম্যাচে করেছেন ৩১১ রান। রোববারও তিনি রান পেয়েছেন। ৪০ বলে ৪৬ রান করে আউট হন রোহিত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচেই তাকে টপকে গেলেন বিরাট। ভারতের সাবেক অধিনায়কও পাঁচটি ইনিংস খেলেছেন। এসব ইনিংস মিলিয়ে তার রান ৩৪০। তাই চলমান আসরে সব থেকে বেশি রান করার লড়াইয়ে ভারতের বর্তমান এবং সাবেক অধিনায়কের লড়াই জমে উঠেছে। 

বিরাট এবং রোহিতের পরেই রয়েছেন রিজওয়ান। তিনি চারটি ইনিংস খেলে করেছেন ২৯৬ রান। তার কাছে সুযোগ রয়েছে বিরাট এবং রোহিতকে টপকে যাওয়ার। চতুর্থ স্থানে রয়েছেন রাচিন। কিউই অলরাউন্ডার করেছেন ২৯০ রান। তিনি পাঁচটি ম্যাচ খেলেছেন। পঞ্চম স্থানে রয়েছেন মিচেল। তিনি পাঁচ ম্যাচে করেছেন ২৬৮ রান।

শীর্ষে থাকা কোহলি বাংলাদেশের বিরুদ্ধে শতরান করে দলকে জিতিয়েছিলেন। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৫ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৫৫ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে বেশি রান করতে পারেননি। মাত্র ১৬ রান করে আউট হয়ে গিয়েছিলেন। রোহিত প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনো রান করতে পারেননি। আফগানিস্তানের বিরুদ্ধে ১৩১ রান করেছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ৮৬ রান করেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে করেছিলেন ৪৮ রান। আর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৪৬ রান।

Comment As:

Comment (0)