বিশ্বকাপে ফিরেই ম্যাচসেরা শামি
রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ম রাউন্ডের ম্যাচে ৫৪ রানে ৫ উইকেট নিয়েছেন শামি। বিশ্বকাপে যা তার ব্যক্তিগত সর্বোচ্চ উইকেটের ফিগার। এই ম্যাচেই কিংবদন্তি অনিল কুম্বলেকে টপকে বিশ্বকাপে ভারতের ইতিহাসের ৩য় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন শামি।
নিজের প্রথম বলেই উইল ইয়াংকে ফিরিয়েছেন। বড় স্কোর গড়া রাচিন রবীন্দ্র আর সেঞ্চুরিয়ান ড্যারেল মিচেলও ফিরেছেন ওই শামির বলেই। পেয়েছেন মিচেল স্ট্যাননার আর ম্যাট হেনরির উইকেটও।
ভারতের বোলারদের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় এখন তিনে আছেন শামি। শীর্ষে আছেন জাভাগাল শ্রীনাথ এবং জহির খান। দুজনেই নিয়েছেন ৪৪ উইকেট। তিনে থাকা শামির উইকেট ৩৬টি। চারে আছেন কুম্বলে। আর ২৯ উইকেট নিয়ে পাঁচ নম্বরে আছে জাসপ্রিত বুমরাহর নাম। দুর্দান্ত বোলিং এর সুবাদে কোহলিকে ছাপিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও গিয়েছে তারই ঝুলিতে। চাপা পড়েছে বিরাট কোহলির ৯৫ রানের দুর্দান্ত ইনিংসটাও।