•   Wednesday, 15 Jan, 2025

জাতীয় দলে উপেক্ষিত নেটে সমাদর

Generic placeholder image
  Johan

এ কেবল জাম্পার কথা। বিশ্বকাপে লেগস্পিনাররা বরাবরই আলো ছড়াচ্ছেন। ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব বাংলাদেশের বিপক্ষে রীতিমত ছড়ি ঘুরিয়েছিলেন। ইংল্যান্ডে আদিল রাশিদ, আফগানিস্তানের রশিদ খান নিজেদের দলে অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানে শাদাব খান এবং উসামা মীর জায়গা বদলে খেলেছেন। আর এসব দেশের বিপরীতে আছে বাংলাদেশ। যেখানে লেগস্পিনার বেশ আগে থেকেই অবহেলার শিকার।  

কিন্তু বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে লেগস্পিনের বিপক্ষে অনুশীলন দরকার টাইগারদের। দলের সঙ্গে তাই নেট বোলার হিসেবে যুক্ত করা হয়েছে দুই কিশোর লেগিকে। একজন ওয়াসি সিদ্দিকী ও আরেকজন শেখ ইমতিয়াজ শিহাব। বিশ্বকাপের এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে নেটে ব্যস্ত সময় পার করতে হচ্ছে দেশি এই দুই কিশোরের।

অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলে খেলা এই দুই লেগিকে প্রথম থেকে দলের সঙ্গে রাখতে চেয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে ভিসা জটিলতার কারণে প্রথম থেকে শিহাবকে পেলেও পাওয়া যায়নি ওয়াসীকে।

Comment As:

Comment (0)