তবুও আশাবাদী উমর গুল
স্বাভাবিকভাবেই বাবর আজমদের উপর ক্ষিপ্ত দেশটির সাবেক খেলোয়াড়রা। টিভি কিংবা ধারাভাষ্যকক্ষে সমালোচনায় মুখর তারা। সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা তো বলেই দিয়েছেন, পরের ম্যাচে পাকিস্তান নয়, আফগানিস্তানই ফেবারিট। তবে এমন মানতে রাজি নন সাবেক পেসার উমর গুল। তার মতে, এখান থেকেও শেষ চারে যাওয়ার পর্যায়ে আছে পাকিস্তান।
স্থানীয় একটি টিভি চ্যানেলকে সাবেক ফাস্ট বোলার গুল বলেছেন, ‘বড় ইভেন্টে ভুল করার কোনো সুযোগ নেই। ভুল থেকে দ্রুত শেখো এবং এগিয়ে যাও। পাকিস্তানের এই দলে প্রতিভার অভাব নেই। তাদের শুধু ম্যাচের পরিস্থিতি বুঝে পরিকল্পনা করতে হবে।’
দলের প্রতিও আস্থা আছে সাবেক এই পেসারের, ‘পাকিস্তান ছোট দল নয়। আমাদের ভালো ও বড় মাপের খেলোয়াড় আছে। আশা করি, পরের ম্যাচগুলোতে কোনো সমস্যা হবে না। ঘুরে দাঁড়িয়ে তাদের শেষ চারে জায়গা করে নেওয়ার সামর্থ্য আছে।’
বিশ্বকাপে নাসিম শাহের না থাকাকেই দলের এমন মলিন পারফর্ম্যান্সের কারণ ভাবছেন উমর গুল, ‘গত কয়েক বছরে শাহিন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহকে নিয়ে আমাদের বোলিং আক্রমণ দুর্দান্ত হয়ে উঠেছিল। কিন্তু নাসিমের চোট আমাদের বেশ ভোগাচ্ছে।’
বোলারদের জন্য অবশ্য পরামর্শও দিয়ে রেখেন গুল, ‘ভারতের উইকেটগুলো বোলারদের জন্য সহায়ক নয়। বাউন্ডারিও ছোট। একজন বোলার যদি কন্ডিশন বুঝে লাইন–লেংথ ঠিক রেখে বোলিং করতে পারে, তাহলে সফল হবে। ব্যাটারদের জায়গা দেওয়া যাবে না। শৃঙ্খলা মেনে বোলিং করা বাধ্যতামূলক।’