দেশে অপপ্রচার এখন তুঙ্গে -পররাষ্ট্রমন্ত্রী
Johan
তিনি বলেন, আমাদের দেশে অপপ্রচার এখন তুঙ্গে। আর মিডিয়া সেই অপপ্রচারে সাহায্য সহায়তা করে। এখন শুনছি ২৮ তারিখ.... এর আগে একবার ১০ তারিখ ছিল। এসব আমাদের কানে আসে। ভারি কলস নড়ে চড়ে কম, হাল্কা কলসই বেশি বাজে। এখন হালকা কলস নড়াচড়া করছে।
রোববার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশবাসী এত মূর্খ নয়। তারা যথেষ্ট পরিপক্ব। বিএনপির কেউ কিছু বলবে, আর মানুষ লাফাইয়া উঠবে এমন নয়। অনেক মিডিয়া এসব বড় করে দেখানোর চেষ্টা করে। কিন্তু জনগণ এসব গ্রহণ করে না।