পেলের শেষ ইচ্ছায় ছিল মেসির নাম
জীবনের শেষ দিনগুলোতে পেলের কাছে বহুবারই জানতে চাওয়া হয়েছিল নতুন যুগের এই দুই তারকা নিয়ে। পেলের উত্তরে উঠে এসেছিল মেসির নামটাই। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রতিনিধি হলেও মেসির প্রতি পেলের ছিল আলাদা টান। সেই টানেই কিনা নিজের জীবনের শেষ ইচ্ছাতেও মেসির সাফল্যই কামনা করেছিলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। পেলের ৮৩তম জন্মদিনে নেট জগতে আরও একবার ভাইরাল পুরাতন সেই কথাগুলো। সময়টা ২০২২ বিশ্বকাপের শেষদিকের। ব্রাজিলের পরাজয় ঘটে ক্রোয়েশিয়ার কাছে। একইসময়ে পেলে জীবন-মৃত্যুর মাঝামাঝি অবস্থায় হাসপাতালে ভর্তি। সকলেরই প্রত্যাশা ছিল, অন্তত পেলের জন্য বিশ্বকাপ ঘরে তুলবে ব্রাজিল। কিন্তু সেটা হয়নি ক্রোয়েটদের বিপক্ষে হারে। ব্রাজিলের বিদায়ের পর হাসপাতালের বেডে শুয়ে পেলে চেয়েছিলেন আর্জেন্টিনার সাফল্য। মেসিকে উল্লেখ করেছিলেন বিশ্বকাপের দাবিদার হিসেবে।