•   Wednesday, 15 Jan, 2025

১ টাকা করে সাধারণ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে ডেসকো

Generic placeholder image
  Johan

সোমবার (১৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।  

ডিএসইর তথ্য মতে, বিদায়ী অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৬১ পয়সা। যা আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল(ইপিএস) ১ টাকা ৫৯ পয়সা। কোম্পানটির লোকসান বেড়েছে প্রায় ১৫ টাকা ২ পয়সা। অর্থাৎ লোকসানে থাকা কোম্পানটি তার রিজার্ভ ফান্ড থেকে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এক টাকা করে নগদ লভ্যাংশ দেবে। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৩৯ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৮০৪টি। তার মধ্যে সাধারণ শেয়ারহোল্ডাদের শেয়ার রয়েছে ৩২ দশমিক ৩৪ শতাংশ। ৬৭ দশমিক ৬৬ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালক অর্থাৎ সরকারের হাতে। 

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫০ টাকা ৬২ পয়সা।গতকাল রোববার শেয়ারটির মূল্য ছিল ৩৬ টাকা ৬০ পয়সা।

Comment As:

Comment (0)