ভয়েস কন্ট্রোল গুগল টিভি আনল হায়ার
Johan
রোববার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি রাজধানীর দক্ষিণ বাসাবোতে নতুন একটি শো-রুম ও অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল ফোরকে গুগল টিভি উদ্বোধন করা হয়।
ভয়েস কন্ট্রোল টিভিতে রয়েছে গুগলের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডচালিত টিভি প্রযুক্তিসহ নানা আধুনিক সুযোগ-সুবিধা। পি৭ সিরিজের ৪৩ থেকে ৭৫ ইঞ্চির পাঁচ সাইজের গুগল টিভি বাজারে পাওয়া যাবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজার ওয়াং জিয়াংজিং এবং সেলস অপারেশন ডিরেক্টর আশরাফুল আলম।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বসেরা পণ্য এবং পরিষেবা প্রদানের প্রতি হায়ারের প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকার বাসাবোতে নতুন শোরুমে গ্রাহকরা ব্যতিক্রমী পণ্য ও সেবা পাবে। হায়ারের পণ্যের বাজার সম্প্রসারণে এ শোরুম বিশেষ ভূমিকা পালন করবে।