•   Wednesday, 15 Jan, 2025

কোহলির রেকর্ড ভাঙলেন সুজি বেটস

Generic placeholder image
  Johan

নারী এবং পুরুষ মিলিয়ে এই মুহূর্তে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান সুজি বেটসের। প্রথম নারী ক্রিকেটার হিসেবে তিনি পার করেছেন ৪ হাজার রানের কোটা। গতকাল ক্যারিয়ারের ১৪৯তম টি–টোয়েন্টি ম্যাচটি খেলেছেন সুজি। ২৯.৭৮ গড়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তাঁর রান এখন ৪০২১। আছে ২৬টি ফিফটি ও ১টি সেঞ্চুরি।  আর ১১৫ টি–টোয়েন্টি খেলে কোহলির রান ৫২.৭৩ গড়ে ৪০০৮। ১টি সেঞ্চুরির সঙ্গে আছে ৩৭টি ফিফটি।  

প্রথম নারী ক্রিকেটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলকে পৌঁছানো সুজি অবশ্য তার দলকে জেতাতে পারেননি। দক্ষিণ আফ্রিকার মেয়েদের কাছে তার দল হেরেছে ১১ রানে।

জয় না পেলেও সুজির রেকর্ড নিয়ে অবশ্য খুশি নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দল। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)  পেইজে অভিনন্দন জানানো হয়েছে তাকে। তাতে লেখা, ‘ইতিহাস! সুজি বেটস প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৪০০০ রানে পৌঁছেছেন। বিরাট কোহলিকে ছাড়িয়ে সুজি এখন আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক।’

Comment As:

Comment (0)