•   Wednesday, 23 Oct, 2024

পাকিস্তানের অভিযোগের কী উত্তর দিলেন আইসিসি প্রধান

Generic placeholder image
  Johan

আহমেদাবাদে ভারত পাকিস্তান ম্যাচে অবশ্য এসেছিলেন ১ লাখ ৩২ হাজার দর্শক। এদের মধ্যে প্রায় সবাই ছিলেন ভারতীয়। ভিসা জটিলতায় আসা হয়নি পাকিস্তান সমর্থকদের। এই নিয়ে কড়া অভিযোগ করেছিলেন পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার। আহমেদাবাদের আবহ দেখে তার কাছে নাকি মনে হয়েছে, এটা আইসিসি নয়, বরং বিসিসিআইয়ের কোনো ইভেন্ট। 

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট খেলাকে অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে গতকাল ভারতের মুম্বাইয়ে সাংবাদিকদের সামনে এসেছিলেন বার্কলে। সেখানে আসে আর্থারের মন্তব্যের প্রসঙ্গও। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের প্রতিটি ইভেন্ট নিয়েই বিভিন্ন মহল থেকে সব সময়ই সমালোচনা হয়। এসব নিয়েই আমরা এগিয়ে যাব এবং আরও ভালো করার চেষ্টা করব।’ 

 শেষে আমরা পর্যালোচনা করব, দেখব বিশ্বকাপগুলো আর ক্রিকেটের অন্যান্য সুবিধার উন্নতি কীভাবে করা যায়।’

শেষে বার্কলে সফল একটি বিশ্বকাপের প্রত্যাশার কথাই ব্যক্ত করেছেন, ‘আমার বিশ্বাস যে এটা অসাধারণ এক বিশ্বকাপ হবে।'

Comment As:

Comment (0)