•   Wednesday, 15 Jan, 2025

ফোনে আকর্ষণীয় ছাড় দিতে ক্রোমের সঙ্গে জুটি বাঁধল ‌‌‘নাথিং’

Generic placeholder image
  Johan

খুব অল্প সময়ের মধ্যে কোম্পানিটি সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এক বছরের ব্যবধানে সংস্থাটি দুটি স্মার্টফোন, ইয়ারবাড, এমনকি স্মার্টওয়াচ, ইয়ারবাডের মতো গ্যাজেট লঞ্চ করতে সংস্থাটি একটি সাব-ব্র্যান্ডের জন্মও দিয়েছে। এবার টাটার নিজস্ব সংস্থা ক্রোমের সঙ্গে জুটি বেঁধে নাথিং তাদের একাধিক প্রোডাক্টে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। সেই তালিকায় রয়েছে— নাথিং ফোন (১), নাথিং ফোন (২), নাথিং ইয়ার (১) এবং সিএমএফ বাই নাথিংয়ের বিভিন্ন প্রোডাক্টও। 

নাথিং ও ক্রোমের এই পার্টনারশিপ সম্পর্কে নাথিংয়ের জেনারেল ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট মনু শর্মা বলছেন, ভারত হলো নাথিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। এই পার্টনারশিপ আমাদের ক্রোমের অনেক ক্রেতাদের কাছে নাথিংয়ের আইকনিক ডিজাইন এবং প্রযুক্তি পৌঁছে দেওয়ার সুযোগ করে দিয়েছে। ক্রোম হলো ভারতের শীর্ষস্থানীয় রিটেইল বিক্রেতার মধ্যে একটি। সংস্থার এই সহযোগিতা সম্পূর্ণ নতুন দর্শকদের কাছে আমাদের পণ্যগুলি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি প্রদর্শন করে।

Comment As:

Comment (0)