•   Wednesday, 15 Jan, 2025

কায়েস চৌধুরীকে হারানোর দুই বছর

Generic placeholder image
  Johan

‘রাতের আকাশে নিশ্চুপ সাক্ষী দূরের ঐ ধ্রুবতারা’, ‘আজ সারাদিন তুমি তুমি করে কষ্টে থেকেছি আমি’, ‘জীবনটা শুধু হিসেবের যন্ত্র নয়, বেহিসেবি জীবনের মন্ত্র নয়’–সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানের স্রষ্টা কায়েস চৌধুরীর চলে যাওয়ার আজ দুই বছর পূর্ণ হতে চলল। প্রয়াণ দিবসে নিভৃতচারী, বহুমাত্রিক সৃষ্টিশীল এ মানুষটির জন্য রইল অন্তরের গভীরতম শ্রদ্ধাঞ্জলি।

Comment As:

Comment (0)