দুর্গাপূজার সমৃদ্ধ অর্থনীতি
Johan
পূজার সামগ্রিক অর্থনীতির বিস্তর বিশ্লেষণ করলে একজন নারী উদ্যোক্তাদের প্রতিনিধি হিসেবে আমার বেশ কয়েকটি অনুধাবন রয়েছে। প্রথমত, হিন্দু সম্প্রদায়ের মূল উৎসবের কেনাকাটায় বিক্রি বাড়ে মার্কেটে, অনলাইনে।
উই-এর উদ্যোক্তারা পুরোদমে পূজার ক্রেতাদের সেরা পণ্যটি দ্রুত পৌঁছাতে ব্যস্ত। বিশ্বজুড়ে মন্দা অর্থনীতির প্রভাব পূজাতে পড়েছে কিছু, তবে আমাদের দেশের হিন্দু ধর্মাবলম্বীদের বড় অংশ কেনাকাটায় জমিয়ে তুলেছেন এবারের পূজাকে।