পটলের খোসা ভর্তা তৈরির রেসিপি
Johan
বিভিন্ন সবজির খোসায় থাকে প্রচুর পুষ্টি উপকরণ। কিন্তু আমরা না জেনেই অনেক সবজির খোসা ফেলে দিই। তেমনই একটি সবজি হলো পটল। এই সবজির রয়েছে বিভিন্ন উপকারিতা। শুধু পটলেই নয়, এর খোসারও রয়েছে অনেক উপকারিতা। পটলের খোসা ফেলে না দিয়ে সুস্বাদু ভর্তা তৈরি করে খেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক পটলের খোসা ভর্তা তৈরির রেসিপি-