•   Wednesday, 15 Jan, 2025

শেখ রাসেলের জন্মদিনে

Generic placeholder image
  Johan

বঙ্গবন্ধু সেইদিন ছিলেন চট্টগ্রামে। আইয়ুব খানের বিরুদ্ধে চলছে দুর্বার আন্দোলন। উত্তাল সেই সময়ে রাতেই বঙ্গবন্ধুকে জানানো হয় কনিষ্ঠ পুত্র আগমনের খবর।

বঙ্গবন্ধু ছিলেন দার্শনিক বার্ট্রান্ড রাসেলের মুগ্ধ পাঠক। প্রায়ই বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছাকে বার্ট্রান্ড রাসেলের বই পড়ে শোনাতেন বঙ্গবন্ধু। বঙ্গমাতাও হয়ে ওঠেন বার্ট্রান্ড রাসেলের ভক্ত। সেই অনুযায়ী কনিষ্ঠ সন্তানের নাম রাখেন রাসেল।

Comment As:

Comment (0)